ডিবেট ফর ডেমোক্রেসি
ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের এ তরুণ বিতার্কিকরা নিজেদের আত্মোন্নয়নের পাশাপাশি আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা। এটি ব্যবহার করে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। সারা দেশ থেকে এজেন্টদের পাঠানো ফলাফল যদি নির্বাচন কমিশন গেজেট করে দেয়, তাহলে নির্বাচন কমিশনের কোনো দায় থাকে না।
গত ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকসহ যারা তথাকথিত সুশীল সমাজের নামে প্রতিনিধিত্ব করেছিল তাদের অনেকেই স্বৈরাচারের পদলেহন করেছে। তারা বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছে।